Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামোতে ৫০ হাজার কোটি ডলারের বিনিয়োগ

যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামোতে ৫০ হাজার কোটি ডলারের বিনিয়োগ

যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামোতে ৫০ হাজার কোটি ডলারের বিনিয়োগ

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে নতুন দিগন্ত উন্মোচনের পথে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, "স্টারগেট" নামে বিশাল এক এআই অবকাঠামো প্রকল্পে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের দ্বিতীয় কর্মদিবসে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

স্টারগেট প্রকল্পে তাৎক্ষণিকভাবে ১০ হাজার কোটি ডলার বরাদ্দ করা হবে এবং আগামী চার বছরে ধাপে ধাপে এই পরিমাণ ৫০ হাজার কোটিতে উন্নীত করা হবে। এর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে প্রযুক্তি খাতে শীর্ষস্থানে নিয়ে যাওয়া। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, প্রকল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে যুগান্তকারী পরিবর্তন আনবে এবং প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।

হোয়াইট হাউসে আয়োজিত এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন সফট ব্যাংকের প্রধান নির্বাহী মাসায়োশি সন, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান এবং ওরাকলের ল্যারি এলিসন। তারা প্রেসিডেন্টের এই পদক্ষেপের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রকে প্রযুক্তির দিক থেকে এগিয়ে রাখতে প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করেন।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র এ প্রকল্পের মাধ্যমে কেবল বাণিজ্যযুদ্ধে নয়, চীনের সঙ্গে প্রযুক্তি যুদ্ধে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। চীন যেন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য অতীতেও নানা উদ্যোগ নেয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন চীনের এআই চিপের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পও সেই কৌশলের ধারাবাহিকতায় নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রকল্প গ্রহণ করেছেন।

স্টারগেট প্রকল্পে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, জাপানের সফট ব্যাংক এবং ওপেনএআই। এই যৌথ উদ্যোগে মার্কিন প্রযুক্তি খাতের অবকাঠামো যেমন শক্তিশালী হবে, তেমনি বৈশ্বিক প্রতিযোগিতায় তারা চীন ও অন্যান্য দেশের চেয়ে অনেক এগিয়ে থাকবে।

ট্রাম্প বলেছেন, “বিশ্বের সর্ববৃহৎ এআই অবকাঠামো এই দেশেই নির্মাণ করা হবে। আমাদের লক্ষ্য এটি সহজলভ্য এবং কার্যকর করে তোলা।” তিনি আরও বলেন, স্টারগেট প্রকল্পে ডেটা সেন্টার নির্মাণের পাশাপাশি অন্যান্য এআই সংক্রান্ত অবকাঠামোও তৈরি হবে, যা প্রযুক্তি খাতে বিপ্লব আনবে।

তবে এই প্রকল্প নিয়ে আলোচনা যেমন হয়েছে, তেমনি সমালোচনাও এসেছে। টেসলা ও স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ক নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই প্রকল্প সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, “সফট ব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম অর্থ রয়েছে।”

বিশ্লেষকরা মনে করছেন, মাস্কের এই সমালোচনার পেছনে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সঙ্গে তার সম্পর্কের শীতলতা কাজ করছে।

স্টারগেট প্রকল্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। তবে বিশাল বিনিয়োগ ও বৈশ্বিক প্রতিযোগিতার মুখে প্রকল্পটি কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক প্রতিযোগিতা আরও তীব্র করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert